নেত্রকোণার দুর্গাপুরে ভেকু মেশিন দিয়ে নতুন পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল পাওয়া গেছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির জায়গায় পুকুরটি খননের সময় মর্টার শেলটি ভেকু মেশিন চালক আজিজুল হক দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মর্টার শেলটি তাদের হেফাজতে নেয়। 

দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সকাল থেকে নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের একটি পুকুর ভেকু মেশিনের মাধ্যমে খনন করছিলেন একই গ্রামের চালক আজিজুল হক। এ সময় তিনি মাটির নিচ থেকে ওই মর্টার শেলটি বেরিয়ে আসতে দেখেন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি আমাদের হেফাজতে নিই। বর্তমানে এটি স্থানীয় দেবতৈল মাঠে পুলিশ পাহারায় রাখা হয়েছে। 

এসআই আব্দুল হান্নান বলেন, মর্টার শেলটি অনেক পুরোনো। এটির গায়ে ১৯৫৩ লেখা রয়েছে। রোববার (২৩ অক্টোবর) ময়মনসিংহ থেকে বিশেষজ্ঞ টিম আসবে। তারা মর্টার শেলটি দেখে বিস্তারিত সিদ্ধান্ত দেবেন। 

জিয়াউর রহমান/আরএআর