আহত নারীকে নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে দিলেন মেয়র
সড়ক দুর্ঘটনার আহত এক নারীকে নিজ গাড়ি করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন হারাগাছ পৌরসভার নবনির্বাচিত মেয়র এরশাদুল হক এরশাদ
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে নিজ গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক এরশাদ।
জরুরি কাজে হারাগাছের বাইরে যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা ওই নারীকে উদ্ধার করেন মেয়র। পরে সেখান থেকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান এবং নিজ খরচে চিকিৎসার ব্যবস্থা করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে নগরীর সাহেবগঞ্জ বাজার মোড়ে ব্যাটারিচালিত থ্রি-হুইলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা নারী যাত্রী স্নিগ্ধা গুরুতর আহন হন। বর্তমানে ওই নারী নগরীর গুড হেলথ হসপিটালে চিকিৎসাধীন।
এরই মধ্যে মেয়র এরশাদুল হক এরশাদের এমন মানবিক কাজের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট দিয়েছেন।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত স্নিগ্ধা হারাগাছ পৌর এলাকার সোনারগাঁও নওহাটি বাঁধেরপাড় এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিলন আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাহেবগঞ্জ বাজার মোড়ে একটি চলন্ত থ্রি-হুইলার উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। এর মধ্যে স্নিগ্ধা নামের ওই নারীর পা ভেঙে যায়। অপর দুজনের শরীরের বিভিন্ন স্থান জখম হয়। দুর্ঘটনার পর ওই রাস্তা দিয়ে হারাগাছ থেকে ব্যক্তিগত কাজে রংপুর শহরে যাওয়ার পথে মানুষের ভিড় লক্ষ্য করে গাড়ি থামিয়ে এগিয়ে যান মেয়র এরশাদুল হক। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে থাকা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেন তিনি। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন মেয়র।
সকালে আমি রংপুর শহরে যাচ্ছিলাম। এ সময় সাহেবগঞ্জ বাজারের কাছে লোকজনের জটলা দেখে গাড়ি থেকে নেমে পড়ি। তখন রাস্তায় বসে এক নারী কাঁদছিলেন। আমি খোঁজখবর নিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে রংপুর নগরীর গুড হেলথ হসপিটালে ভর্তি করি। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই নারী।
এরশাদুল হক এরশাদ, মেয়র, হারাগাছ পৌরসভা
মেয়র এরশাদুল হক এরশাদ ঢাকা পোস্টকে বলেন, মেয়র হিসেবে নয়; একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি। এটি সবার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করেছি। আমার ব্যক্তিগত খরচে ওই নারীকে হসপিটালে ভর্তি করেছি। আহত অপর দুজনের চিকিৎসার ব্যবস্থা করেছি। আহত নারীর পা ভেঙে গেছে। অন্য দুজনের মাথা ও হাত জখম হয়েছে।
২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় ১০ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন এরশাদুল হক এরশাদ। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নারকেল গাছ প্রতীকে ১৭ হাজার ২৬০ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাকিবুর রহমান মাস্টার নৌকা প্রতীকে পেয়েছেন সাত হাজার ১৬৩ ভোট। বিএনপির প্রার্থী মোনায়েম হোসেন ফারুক পেয়েছেন চার হাজার ৯২১ ভোট।
ফরহাদুজ্জামান ফারুক/এএম