চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর বরিশালে বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। এই সমাবেশকে ঘিরে বরিশালে বাস, লঞ্চ-স্পিডবোট ধর্মঘট পালিত হয়েছে। সমাবেশকে বাধাগ্রস্ত করতে এই ধর্মঘট ডাকা হয় বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে সকল বাধা উপেক্ষা করে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা বিভিন্ন কৌশলে সমাবেশে অংশ নেন। খুলনা থেকেও নেতা-কর্মীরা এই সমাবেশে অংশ নেন। 

শনিবার (৫ নভেম্বর) সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে নেতা-কর্মীদের নিয়ে বরিশালে বিএনপির সমাবেশের যোগ দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। সকাল ৮টায় নগরীর হাজী মহসিন রোডের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন তিনি। সকাল ১০টার মধ্যেই ১১৪ কিলোমিটার দূরের বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান। নেতা-কর্মীদের নিয়ে উদ্যান সংলগ্ন সড়কেই তিনি অবস্থান করেন।

সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে বরিশালগামী সড়কে অঘোষিত হরতাল থাকায় যাতায়াতে তেমন সমস্যা হয়নি। বরিশালে প্রবেশের পর দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা সমাবেশে যাচ্ছেন। এত সুশৃঙ্খল, গোছানো সমাবেশ আগে কখনো দেখা যায়নি। আয়োজকদের ধন্যবাদ জানাই। 

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ,  খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করেছে বিএনপি। এটি বিএনপির পঞ্চম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশস্থল বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা লাখো নেতা-কর্মী উপস্থিত হন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মোহাম্মদ মিলন/আরএআর