ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (০৫ মার্চ) দুপুরে আবুল কালাম আজাদের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। বিকেলে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

ভোলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ দুই মাস ঢাকায় পুলিশ লাইনে ট্রেনিংয়ে ছিলেন। ট্রেনিং শেষে ২৭ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচনে দায়িত্বপালন করেন। ২ মার্চ থেকে জ্বর-সর্দি অনুভব করলে ভোলা সদর হাসপাতালে করোনা পরীক্ষা করান। শুক্রবার করোনা পজিটিভ আসে তার। বিকেলে ঢাকার পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়। গত কয়েকদিন বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।

করোনার পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, গত দুই মাস ঢাকায় ট্রেনিংয়ে ছিলাম। ট্রেনিং শেষে ভোলায় এসে নির্বাচনী মাঠে দায়িত্বপালন করেছি। হঠাৎ দুদিন ধরে জ্বর-সর্দি অনুভব করি। করোনা পরীক্ষার পর শুক্রবার পজিটিভ প্রতিবেদন আসে। উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকায় পুলিশ লাইন হাসপাতালে যাচ্ছি।

রাকিব উদ্দিন অমি/এএম