বিএনপি নেতা দুদুর দুঃখ প্রকাশ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
খুলনার মহাসমাবেশে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (০৫ মার্চ) রাতে খুলনা মহানগর বিএনপির সহদফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে বলেছেন- গত ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এমন কী কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যে হোটেলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সে হোটেল চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যে কারণে ঢাকা থেকে মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তমসহ আমরা খুলনাতে পৌঁছে সারাদিন এক কাপড়ে খুলনা মহানগর কার্যালয়ে বসে থাকি। এক প্রকার অভুক্ত অবস্থায় আমরা সমাবেশে যোগ দিই।
তিনি বলেন, আমি খুলনা বিভাগের সন্তান। আমি জানি খুলনা বিভাগের মানুষজন খুবই অতিথিপরায়ণ। অতিথিদেরকে তারা আত্মীয় হিসেবে গ্রহণ করে। সেদিন আমরা বড় তিক্তকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। যা আমি আমার ৫০ বছরের অধিক রাজনৈতিক জীবনে কখনই এ ধরনের ঘটনার মুখোমুখি হয়নি। ঘটনাক্রমে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যায় কিছু কৌতুকপূর্ণ শব্দ ব্যবহার করি। সম্ভবত এই কৌতুকপূর্ণ শব্দগুলো আমার প্রতিপক্ষ বন্ধুদের ভালো লাগেনি। হয়তো কেউ কেউ কষ্ট পেয়েছেন। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কাউকে সচেতনভাবে কখনও আঘাত করিনি। আমি স্পষ্ট করে আমার বন্ধুদের জানাতে চাই, আমার বক্তব্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখিত।
বিজ্ঞাপন
বিবৃতিতে শামসুজ্জামান দুদু আরও বলেন, অতীতে আমরা এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তো একসঙ্গে করেছি। রাজনৈতিক বিবেচনায় আমরা যেখানেই অবস্থান করি না কেন, আমরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। মনে কষ্ট রাখবেন না। আমিও খুলনা বিভাগের সন্তান। আমাকে সেইভাবেই আপনারা গ্রহণ করবেন এটা আমি প্রত্যাশা করি।
এর আগে গত বুধবার (০৩ মার্চ) বিকেলে খুলনায় বিএনপি অফিসের সামনে শামসুজ্জামান দুদুর কুশপুতুল দাহ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল থেকে বিএনপির মহানগর ও জেলা অফিসের সামনে কুশপুতুল দাহ করা হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, গত ২৭ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খুলনা সিটি করপোরেশনের মেয়র, আওয়ামী লীগ ও পুলিশ নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন। এ নিয়ে কয়েকদিন ধরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
মোহাম্মদ মিলন/আরএআর