ভাতিজার হাত বিচ্ছিন্ন করলেন ইউপি সদস্য
টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ইউপি সদস্য চাচার রাম দায়ের কোপে ভাতিজার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (৫ মার্চ) রাতে পূর্ববিরোধের জেরে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বলই গ্রামের শফিউদ্দন শেখের ছেলে আউটশাহী ইউপি সদস্য শিপনের (৪৫) সঙ্গে তার ভাই সাত্তার শেখ গং-এর জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চাচা শিপন রামদা দিয়ে ভাতিজা রমজানের (২৩) বাম হাতে কোপ দেন।
বিজ্ঞাপন
পরে আহত অবস্থায় টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। তার হাতটি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন চিকিৎসক।
প্রসঙ্গত, ৩ মাস আগে বলই গ্রামের মুদি ব্যবসায়ী ইমরান শেখের বাড়ির গাছ কাটা নিয়ে তর্কবিতর্কের জেরে শিপন মেম্বার ছুরি দিয়ে কুপিয়ে ইমরানের পেটে-বুকে একাধিক আঘাত করে তার নাড়িভুঁড়ি বের করে ফেলে। সেই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। পরে জামিনে বের হয়ে আসেন শিপন।
বিজ্ঞাপন
টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যান।
ব ম শামীম/এমএসআর