ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনে প্রবেশের রাস্তা সংস্কার ও যাত্রীদের শৌচাগারের দরজা মেরামত কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে সংস্কার কাজে আপত্তির কথা জানিয়ে বিজিবিকে খবর পাঠায় বিএসএফ। এর আগে ইমিগ্রেশনের নতুন ভবন নির্মাণেও বাধা দেয় বিএসএফ। তাদের আপত্তির মুখে ভবনের নকশায় পরিবর্তন আনা হয়। তবে সেই ভবনের নির্মাণ কাজ এখনও বন্ধ রয়েছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে অনুমতি নিতে হয়। সম্প্রতি সীমান্তের শূন্য রেখা থেকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের ভাঙা রাস্তাটি সংস্কার ও যাত্রীদের শৌচাগারের দরজা মেরামতের জন্য উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ। 

এদিন সকালে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। গত ১১ নভেম্বর থেকে সংস্কার কাজ শুরু হয়। তবে সকালে সংস্কার কাজ বন্ধ করে দেয় বিএসএফ।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, সংস্কার কাজে বিএসএফ আপত্তি দিয়েছে বলে সকালে বিজিবি এসে আমাদের তা জানিয়ে কাজ বন্ধ রাখতে বলে। বিজিবির পক্ষ থেকে সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাহাদুর আলম/এমএএস