সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর স্টিলের পাইপ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ ‘এম ভি ইয়ং শুন’। 

বুধবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ক্যারিবিয় সাগর তীরের রাষ্ট্র বেলিজ'র পতাকাবাহী জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজটিতে ৩ হাজার ৫০৩ দশমিক ৪৫৫ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।
 
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল পাইপের ১২তম চালান নিয়ে বুধবার সাড়ে ৫টায় জাহাজটি ভিড়েছে। রাত থেকেই মেশিনারি পণ্য খালাস শুরু হবে। বৃহস্পতিবার সকাল থেকে পাইপগুলো নদী পথে সিরাজগঞ্জের যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা দেবে।

এর আগে, ১১টি জাহাজে বঙ্গবন্ধু রেল সেতুর ৪০ হাজার মেট্রিক টন মেশিনারি পণ্য মোংলা বন্দর থেকে খালাস হয়।

তানজীম আহমেদ/এমএএস