সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে মোটরসাইকেলের বহর নিয়ে সুনামগঞ্জ থেকে রওনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে মোটরসাইকেল নিয়ে সমাবেশের এক দিন আগেই সিলেট যাচ্ছেন তারা। তবে দুর্গম উপজেলার নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোরে নৌপথে রওনা দিয়েছেন বলে জানা গেছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আব্দুজ জহুর সেতু থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখর রাজপথ। দিরাই, শান্তিগঞ্জ, পাগলা, ছাতক থেকেও হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বহরে যোগ দেয়। 

এদিকে সুনামগঞ্জ থেকে সিলেটের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে ছাতকের জাউয়াবাজার পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বিএনপির নেতাকর্মীদের। 

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক শাহরিন আহমেদ বলেন, যত বাধাই আসুক আমরা প্রস্তুত আছি। যেভাবেই হোক বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। এমনই নির্দেশনা দিয়েছেন ঊর্ধ্বতন নেতারা।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, হামলা-মামলা উপেক্ষা করেই আমাদের সমাবেশ সফল করতে হবে। সরকার বাস ধর্মঘট দিয়ে অন্যান্য সমাবেশ বানচাল করতে পারেনি, আমাদেরটাও পারবে না। সমাবেশ সফল করে এই অবৈধ সরকারকে হটিয়ে ঘরে ফিরব। 

জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন বলেন, আমার উপজেলা শান্তিগঞ্জ থেকে হাজারো মোটরসাইকেল নিয়ে আমরা জেলা বিএনপির বহরে যোগ দিয়েছি। আমাদের অন্যান্য উপজেলার নেতারা আমাদের জন্য পথে অপেক্ষা করছেন। 

সোহানুর রহমান সোহান/এসপি