নিহত পুলিশ সদস্য মো. মোনায়েম হোসেন

সাভারের আশুলিয়ায় নামাজ শেষে কাজে ফেরার সময় বাসচাপায় মো. মোনায়েম হোসেন নামে শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনায়েম সিরাজগঞ্জের কাজীপুর থানার চকপাড়া এলাকার মৃত শমশের আলীর ছেলে। তিনি শিল্প পুলিশ-১ এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোনায়েম নরসিংহপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ভোরে নামাজ শেষে ক্যাম্পে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পেছন থেকে আরেকটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় বাস, পিকআপ কিংবা এর চালককে আটক করতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাভার্ডভ্যান ও বাসটি শনাক্তসহ চালকদের আটকের চেষ্টা চলছে।

মাহিদুল মাহিদ/এসপি