প্রিয়ম ভদ্র

প্রিয়ম ভদ্র। বয়স ৮ বছর। শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করে। শহরের সিংপাড় মহল্লার উজ্জ্বল ভদ্র ও বিথী ভদ্রের প্রথম সন্তান। 

অবিশ্বাস্য হলেও সত্যি, এই অল্প বয়সে প্রিয়ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ টানা ১৮ মিনিট মুখস্থ বলে দিতে পারে। ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন চিত্রই দেখা গেছে। প্রিয়মের পোশাক, চুলের ধরন, চশমা সব কিছুতেই ছিল এক ক্ষুদে বঙ্গবন্ধু।

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় প্রিয়মের বাবা উজ্জ্বল ভদ্রের। তিনি জানান, বাবা হিসেবে চেষ্টা করছি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে। এ ধারণা থেকেই আমার প্রথম সন্তান প্রিয়মকে গড়ে তোলার চেষ্টা করি। প্রিয়ম ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আগ্রহী ছিল। সে টানা ১৮ মিনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মুখস্থ বলতে পারে। এ কাজে প্রিয়মের মায়ের অবদান বেশি।

প্রিয়ম সম্পর্কে তার মা বিথী ভদ্র ঢাকা পোস্টকে বলেন, প্রিয়ম ছোট থেকেই বঙ্গবন্ধুর ভক্ত। সে শেখ মুজিবুর রহমানকে অনেক ভালবাসে। প্রিয়ম বঙ্গবন্ধু সম্পর্কে প্রায় ৩০০ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। 

প্রিয়মের মা আরও জানান, ৬ মার্চ শেরপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ভাষণ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। আমরা চাই নতুন প্রজন্মের প্রত্যেকটি শিশু এই মহান নেতা সম্পর্কে যেন সম্মুখ ধারণা পায়।

উল্লেখ্য, ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোবারক হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ. জেড মোরশেদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ডা. মুহিত কুমার দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএসএম নুরুল ইসলাম হিরু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম, শহর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমূখ।

জাহিদুল খান সৌরভ/এসপি