৩২ দিনে ৩ হাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে খুলছে রাজশাহী সুগার মিল। এসময় রাজশাহীর হরিয়ান সুগার মিলে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২২-২৩ সালে আখ রোপণ ও মাড়াই মৌসুমে ৪ হাজার ৩৬ একর জমিতে আখ চাষ করেছে চাষিরা।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী সুগার মিলস্ লিমিটেড হরিয়ান এর আয়োজনে রাজশাহী চিনি কল ট্রেনিং কমপ্লেক্স রুমে উপলক্ষে আখ চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (গ্রেড-১) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর ইকবাল, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা, পবা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার প্রমুখ।

এসএসএইচ