বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত বাধাবিপত্তি আসুক কিংবা যত সংক্ষিপ্ত সময়ই দেওয়া হোক না কেন, আমরা সমাবেশ সফল করব ইনশাআল্লাহ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত রাজশাহীতে দুই লাখের অধিক লোক এসেছেন। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছাড়াও বিভিন্ন মেস, হোটেল, আত্মীয়-স্বজনের বাড়িতে তারা অবস্থান করছেন। মঞ্চের কাজ শুরু হয়েছে। আগামীকাল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সমাবেশে ১০ লাখেরও অধিক মানুষের সমাগম ঘটবে।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। 

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমজেইউ