পিরোজপুরে মৃত গাছ পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় গাছ পড়ে মুবিন রাজ হাওলাদার (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইকড়ি গ্রামের শিক্ষক মুজিবর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুবিন সকালে সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কে দাঁড়িয়ে তার বন্ধু নাজমুলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কাঁঠালিয়া থেকে ভান্ডারিয়াগামী একটি পণ্যবাহী ট্রাক সড়কের পাশের মৃত গাছকে ধাক্কা দেয়। গাছটি উপড়ে পড়ে তার নিচে চাপা পড়ে নিহত হন মুবিন রাজ। 

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মেহেদি হাসান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

আবীর হাসান/এসপি