জাহেদুল চকরিয়ার বরইতলি ইউনিয়নের পহরচাদা গ্রামের বাসিন্দা। তার বাবা ছিলেন প্রবাসী ইউছুফ। স্বপ্ন নিয়ে পাড়ি জমাচ্ছিলেন কাতার। কিন্তু তার আর কাতার যাওয়া হয়নি। কাতার যাওয়ার পথে বিএনপি-জামায়াত নেতারা চলন্ত বাসে আগুন ধরিয়ে দিলে মারা যান তিনি। এ ঘটনায় তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। তাইতো প্রধানমন্ত্রীর কক্সবাজার আসার খবরে চকরিয়া থেকে ছুটে এসেছেন ছেলে জাহেদুল। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভাষণ দেবেন তার প্রধান ফটকে বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন জাহেদুল। জাহেদুল বলেন, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি আমার বাবা কাতার যাওয়ার জন্য বাসে করে ঢাকা যাচ্ছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌঁছালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে আমার বাবা মারা যান। 

তিনি আরও বলেন, আজ আমার বাবার হত্যার বিচার চাইতে প্রধানমন্ত্রীর জনসভায় এসেছি। প্রশাসনের দরজা দরজায় গিয়েও বিচার পাইনি। তাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে জনসভায় এসেছি। আমরা এ রকম প্রতিহিংসার রাজনীতি চাই না। দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক এই কামনা করি।

সাইদুল ফরহাদ/এসপি