রান্না ঘরের আড়ায় শাড়ি পেঁচিয়ে নারীর আত্মহত্যা
ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দেবী রানী দাস (২০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আন্তর্জাতিক নারী দিবসে সোমবার (০৮ মার্চ) সকালে দেবী রানী দাস আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। দুপুরে তার লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের পনারপারুয়া গ্রামের সজীব দাসের বাড়ির রান্না ঘর থেকে তার স্ত্রী দেবী রানীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বছর খানেক আগে সজীব দাসের সঙ্গে দেবী রানীর বিয়ে হয়। সোমবার সকালে পারিবারিক কলহের জেরে দেবী রানী রান্না ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি আমরা। তবে তার মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
বিজ্ঞাপন
মো. জিয়াউর রহমান/এএম