কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু প্রমুখ।
মিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী বলেন, উপজেলা সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় মোট ১৭টি হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। এর আগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৯টি এবং বুধবার ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এমএসআর