দেড়শ বছরের রেকর্ড ভেঙে কাউন্সিলর নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর শাহিন উদ্দিন
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহিন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ২৩ দিন বাকি থাকতেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন। কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। শাহিন উদ্দিন গত নির্বাচনে একই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে গত ১৭ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন শাহিন উদ্দিন। ওই ওয়ার্ড থেকে আরও দুজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে তারা শাহিন উদ্দিনকে সমর্থন করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ কারণে শাহিন উদ্দিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার যাচাই-বাছাই শেষে শাহিন উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবু আনসার।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, জনগণকে দেয়া নিজ ওয়াদা রক্ষা করে এলাকার রাস্তা, স্কুল, মাদরাসা, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন কাজ করার ফলে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিনের বিপরীতে অন্য কেউ প্রার্থী হননি।
ওই ওয়ার্ডের একাধিক বাসিন্দা বলেন, কাউন্সিলর শাহিন উদ্দিন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী নন, এলাকার মানুষের বন্ধু ও সৎ পরামশর্কের ভূমিকা পালন করে আসছেন। মানুষের সমস্যা দেখলে বা তার কাছে কেউ সমস্যার কথা জানালে সঙ্গে সঙ্গে তার সাধ্যমত সমস্যাটি সমাধান করার চেষ্টা করেন। গত নির্বাচনে জনগণকে দেয়া ওয়াদা রক্ষা করে নাগরিক সমাজের কাছে ওয়ার্ডের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত পেয়েছেন তিনি। কাউন্সিলর শাহিন উদ্দিন সব সময় সাধারণ মানুষের মত জীবনযাপন করেন। মানুষের বাড়ি গিয়ে খোঁজখবর নেন। ফলে এলাকার সাধারণ মানুষ সহজেই তার কাছে নিজেদের সুখ-দুঃখের কথা বলতে পারে। কাউন্সিলর হয়েও তার ব্যক্তিগত জীবনের কোনো পরিবর্তন নেই।
বিজ্ঞাপন
জুগিয়া মন্ডলপাড়া এলাকার বাসিন্দা সাব্বির হোসেন বলেন, জুগিয়া মাদরাসা মোড় থেকে মন্ডলপাড়া স্কুল পর্যন্ত চলাচলের অযোগ্য দুইশ মিটার রাস্তা নিজের টাকায় সংস্কার করেছেন।
এছাড়াও করোনা পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে ১৪ নং ওয়ার্ডের দিনমজুর ও খেটে খাওয়া এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও স্বাস্থ্য সুরক্ষার জিনিসপত্র খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
কাউন্সিলর শাহিন উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করেছি। গত নির্বাচনে জনগণকে দেয়া ওয়াদা রক্ষা করে এলাকার উন্নয়নে কাজ করেছি। গত পাঁচ বছরে এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে এলাকার ব্যাপক উন্নয়নে ভূমিকা রেখেছি। ফলে ১৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের কেউই এবার নির্বাচনে প্রার্থী হননি। আমি আগামীতে তাদের দেয়া এই সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এই ওয়ার্ডের উন্নয়নে অসম্পন্ন কাজ দ্রুত বাস্তবায়ন করবো। বিভিন্ন এলাকার পুরাতন রাস্তা সংস্কার ও আধুনিকায়ন এবং পুরো ১৪ নং ওয়ার্ডকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করবো। এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
আরএআর