সিলেটে এবার পেট্রল পাম্পে ধর্মঘটের ডাক
ফাইল ছবি
নিম্নমানের তেল সরবরাহ করাসহ বেশ কয়েকটি দাবিতে সিলেটে ২৭ ডিসেম্বর (রোববার) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দাবিগুলোর মধ্যে রয়েছে- নিম্নমানের পেট্রল সরবরাহ বন্ধ করে সিলেট গ্যাস ফিল্ডের পেট্রল সরবরাহ, সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন, হয়রানি বন্ধ করা, যেকোনো অভিযানে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা, সরকারি অধিদফতর কর্তৃক প্রদত্ত লাইসেন্সসমূহ নবায়ন সহজ করা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদকে সিলেট থেকে প্রত্যাহার করা।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল বলেন, ২৭ ডিসেম্বরের আগে তাদের দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।
বিজ্ঞাপন
এসপি