পরিবারের অভাব ঘুচাতে ধারদেনা করে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন সঞ্জয় চন্দ্র দাস (২৮)। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। দক্ষিণ আফ্রিকা যাওয়ার ১০ দিনের মাথায় শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত সঞ্জয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ দোয়ালিয়া উমেস চন্দ্র দাসের ছেলে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও সঞ্জয়ের মামাতো ভাই রিপন চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন, সঞ্জয় দক্ষিণ আফ্রিকা এসেছে মাত্র ১০ দিন হয়েছে। সে সড়কপথে দক্ষিণ আফ্রিকা এসেছিল। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ধারদেনা করে আসা সঞ্জয়ের মরদেহ দেশে নেওয়ার মতো তার পরিবারের সামর্থ্য নেই।

নিহতের মামা স্বপন চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন, সঞ্জয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ধারদেনা করে প্রবাসে পাঠিয়েছেন। সঞ্জয়ের দুই ছেলে রয়েছে।

ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সঞ্জয় আজ কফিনবন্দী। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। মরদেহ আনতে তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছেন।

হাসিব আল আমিন/এমজেইউ