নারায়ণগঞ্জে সড়ক-মহাসড়কে চেকপোস্ট-তল্লাশি, আটক ৬
নাশকতা রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সড়ক-মহাসড়কে আটটি চেকপোস্ট বসিয়েছে। নিরাপত্তার স্বার্থে সাড়ে আটশর বেশি পুলিশ সদস্য কাজ করছেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) মৌচাক এলাকার চেকপোস্টে বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটকদের মধ্যে একজন কুমিল্লা উত্তরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ফারুক হোসেন মিয়াজি (৩৭)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত খালেক হোসেনের ছেলে। তবে আটক বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে, নারায়ণগঞ্জের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়া, পাগলা ও বালুব্রিজসহ আট স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়োন্দা পুলিশ নজরদারি চালিয়ে যাচ্ছেন। এছাড়া জেলা পুলিশের সঙ্গে র্যাব ও হাইওয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
চেকপোস্টে আটকদের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা সকাল থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটকদের মধ্যে একজন কুমিল্লা জেলার বিএনপি নেতা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা ঢাকা পোস্টকে বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সচেষ্ট রয়েছে জেলা পুলিশ। নারায়ণগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ৮টি চেকপোস্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাড়ে ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।
আবির শিকদার/এসপি