বৈঠা হাতে ছাত্রলীগ

ফরিদপুরে লাল সবুজ রঙ করা কাঠের বৈঠা নিয়ে মহড়া দিয়েছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরে এ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়।
 
দেশজুড়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বৈঠা হাতে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। বিক্ষোভ মিছিলটি শহরের থানা রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের মুজিব সড়ক হয়ে রাজেন্দ্র কলেজ মাঠে এসে শেষ হয়।
 
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, দেশজুড়ে বিএনপি-জামায়াতের অরাজকতা, নৈরাজ্য অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে বৈঠা হাতে এ  বিক্ষোভ মিছিল করেছি। বিএনপির যেকোনো নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে ছাত্রলীগ।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম, সহ-সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তামজিদ হাসানসহ প্রমুখ।
 
জহির হোসেন/আরকে