টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হ‌য়ে ঢাকার সা‌থে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

সোমবার (১২ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল লাইনের উপ‌জেলার রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এই ঘটনা ঘ‌টে। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ র‌য়ে‌ছে। 

উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয় বলে জানা যাচ্ছে।  

টাঙ্গাই‌লের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার সো‌হেল জানান, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। মালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লাইনচ‌্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। 

অভিজিৎ ঘোষ/এনএফ