আওয়ামী লীগ জনবান্ধব সরকার : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে মসিক মেয়র এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এদিন ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় নগরের শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশন এলাকায় দক্ষিণ চর কালিবাড়ি থেকে শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশন এবং মিলগেট হয়ে চর ঈশ্বরদিয়া বক্স কালভার্ট, চর গোবিন্দপুর রোডসহ সংযুক্ত সড়ক, ৩২ নং ওয়ার্ড পোলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এনার্জি সেভিং সড়কবাতি উদ্বোধন করা হয়।
এ সময় মেয়র টিটু বলেন, আমরা নির্বাচনের পর থেকেই সিটি করপোরেশনের বর্ধিত অঞ্চলের উন্নয়নে কাজ করছি। প্রথমে করোনা ও পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকট উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল সংকটকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
বিজ্ঞাপন
মেয়র আরও বলেন, সিটির ৩১ ও ৩২নং প্রতিটি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। সড়কবাতিগুলো এ এলাকার মানুষের নির্বিঘ্নে চলাফেরা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
উদ্বোধনকালে ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান জামাল, ৩১,৩২,৩৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা ববি কাকলি, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উবায়দুল হক/আরকে