জিরানীতে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নর্দান ফ্যাশন পোশাক কারখানার ভবন
গাজীপুরের জিরানীতে নর্দান ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নর্দান ফ্যাশনের সপ্তম তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/আরএআর