সংবাদ প্রকাশের পর সেই বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ
নীলফামারীর জলঢাকার পশ্চিম বালাগ্রাম কালীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঠিক সময়ে বিদ্যালয়ে না আসায় প্রতিষ্ঠানটির সকল শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ওই প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার।
স্থানীয়দের অভিযোগ, ওই বিদ্যালয়ে সময়মতো শিক্ষক না আসায় বন্ধ থাকে শ্রেণিকক্ষ, তাই ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। এতে বিদ্যালয়টিতে কমছে শিক্ষার্থীর উপস্থিতি। শিক্ষকদের অবহেলায় কমেছে শিক্ষার হার।
বিজ্ঞাপন
অভিযোগের ভিত্তিতে এর আগে সোমবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘শিক্ষক নেই, বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন- প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক পুনিল চন্দ্র রায়, সহকারী শিক্ষক রিক্তা বালা রায়, সেলিনা আক্তার, শেফালী রানী রায় ও ফাতিমা আফরোজ খুশি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে নবেজ উদ্দিন সরকার বলেন, ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম কালিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ওই নোটিশে তাদের এক দিনের বেতন কর্তনসহ কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে।
শরিফুল ইসলাম/আরকে