মাদারীপুর সদর হাসপাতাল

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীর সন্তান নষ্ট হওয়ার ঘটনায় আলীনুর বেপারী (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে শহরের ২ নম্বর শকুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলীনুর একই এলাকার মৃত মিলন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত নানা বিষয় নিয়ে মানিক হাওলাদারের সঙ্গে আলীনুর বেপারীর বিরোধ চলছিল। ৬ মার্চ সকালে আলীনুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মানিক হাওলাদারের ওপর হামলা চালায়। একপর্যায় মানিক হাওলাদারের স্ত্রীর ছোট বোন অনামিকা এগিয়ে এলে লোহার শাবল দিয়ে তার তলপেটে আঘাত করে হামলাকারীরা।

গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্তঃসত্ত্বা অনামিকার রক্তক্ষরণের ফেলে গর্ভের সন্তান নষ্ট হয়। এ ঘটনায় অনামিকার মা সেলিনা আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় আলীনুর, ইব্রাহীম বেপারী, স্বর্ণা আক্তার, শিল্পী বেগমকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনের নাম উল্লেখ করা হয়।

অনামিকার স্বামী ছলেমান সরদার (শ্রাবণ) বলেন, ‘আলীনুর তার বাহিনীর লোকজন নিয়ে আমাদের উপর হামলা করতে আসে। এ সময় আমাকে উদ্দেশ্য করে আঘাত করতে গেলে আমার স্ত্রী ওদের বাধা দেয়। কিন্তু ওরা আমার স্ত্রীকে লোহার রড দিয়ে পেটে আঘাত করে। পরে পা দিয়ে লাথি দেয়। এ কারণে আমার স্ত্রীর পেটের সন্তান নষ্ট হয়েছে।’

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে এক নারীকে হামলার কথা বলা আছে ও হামলায় অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে মেডিকেল সনদও দিয়েছে। তাই আমরা অভিযোগ আমলে নিয়ে একজনকে গ্রেফতার করেছি।’

নাজমুল মোড়ল/এমএসআর