অপহরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর স্কুলছাত্রসহ আটজনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার (২১ ডিসেম্বর) গভীর রাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা আবছার উদ্দিন (২২), নুরুল মোস্তাফা (৩৪), করিমুল্লাহ (২০), নুর মোহাম্মদ (২৪), মোহাম্মদ উল্লাহ (৩৮), সেলিম উল্লাহ (৩২), রিদুওয়ান (১৮) ও নুরুল হক (৫২)।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, পুলিশের সঙ্গে শত শত স্থানীয় লোকজন অপহৃতদের উদ্ধারে কাজ করেছিল। রাতে সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। অপহৃত পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মুক্তিপণ ছাড়াই তারা ফিরেছেন।

অপহৃত মোস্তফা ও করিমের বড় ভাই হাবিব উল্লাহ বলেন, আমার দুই ভাই রাতে ঘরে ফিরেছে। তাদের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে তাদের মুক্তির জন্য টাকা দিতে হয়নি। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, অপহরণের পর থেকে পুলিশ পাহাড়ে দফায় দফায় অভিযান চালায়। গতকাল রাতেও অভিযান অব্যাহত ছিল। গভীর রাতে খবর আসে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের পাহাড়ে ছেড়ে দিয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হাওয়া আটজনের মধ্যে দুজনকে গুরুতর আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গ , গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া পাহাড়ের ভেতর পানির ছড়া এলাকায় মাছ শিকারে গেলে সেখান থেকে তাদের অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

সাইদুল ফরহাদ/এমজেইউ