টেলিফোন নেই, মুঠোফোনে চলছে রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগার
প্রায় ৬ মাস ধরে বন্ধ রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিফোন। পর্যবেক্ষণাগারটির টেলিফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায় না। এমন অবস্থায় আবহাওয়ার বিষয়ে তথ্য জানতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেককেই। এতে করে একের পর এক আবহাওয়া পর্যবেক্ষকের মুঠোফোনে কল করে জানতে হচ্ছে তথ্য। তাতে করে খোদ বিরক্ত আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মীরাও। তাদেরও দাবি জনগুরুত্বপূর্ণ আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিফোনটি দ্রুত সচল করা হোক।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর আবহাওয়ার খবর জানতে টেলিফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। এরপর মুঠোফোনে কল করা শুরু। প্রথমে সিনিয়র পর্যবেক্ষক আব্দুস সালামের মুঠোফোনে কল করা হয়। তিনি নামাজের জন্য মসজিদে থাকায় কল রিসিভ করেন তার বাড়িতে থাকা এক নারী।
বিজ্ঞাপন
তিনি ঢাকা পোস্টকে জানান, ‘আব্দুস সালাম সাহেব নামাজে গেছেন। কথা বলতে চাইলে পরে কল করতে হবে।’ তাতে নিশ্চিত হওয়া গেল আব্দুস সালাম অফিসে নেই। এরপর আবহাওয়া পর্যবেক্ষক রেজওয়ানুল হকের মুঠোফোনে কল করা হলো। তিনি দ্বিতীয়বারে কল রিসিভ করে ঢাকা পোস্টকে জানালেন রাজশাহীর হযরত শাহ মখদুম বিমান বন্দরে তার ডিউটি। আবহাওয়ার খবর জানতে হলে রাজশাহী অফিসে কল করতে হবে।
কাকে কল করলে আবহাওয়া পর্যবেক্ষণাগারে পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তরে তিনি ঢাকা পোস্টকে জানান, রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে এখন দেবল কুমার, আব্দুস সালাম বা রাজিব খান থাকার কথা। তাদের তিনজনের মধ্যে একজনের ডিউটি এখন। তাদের কোনো একজনের মুঠোফোনে কল করে জানতে হবে। সর্বশেষ রাজিব খানের মুঠোফোনে কল করা হলে তিনি জানালেন তিনি অফিসে আছেন। এসময় তিনি রাজশাহীর আবহাওয়া পরিস্থিতির তথ্য দেন। আবহাওয়ার খবর জানতে তিন পর্যবেক্ষককে কল করে মিললো তথ্য।
বিজ্ঞাপন
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিফোন বন্ধ কেন এমন প্রশ্নের উত্তরে তিনি ঢাকা পোস্টকে বলেন, সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই আবহাওয়া পর্যবেক্ষণাগারের টেলিফোনের লাইন কাটা। তবে সার্বিক বিষয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ কামাল উদ্দিন জানেন।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ কামাল উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, রাজশাহী সিটি করপোরেশনের ড্রেনের কাজ চলছে। নির্মাণ কাজে ব্যবহৃত রডে লেগে তার ছিঁড়ে যায়। তিন-চার বার লাইন মেরামত করা হয়েছে তারপর ছিঁড়ে গিয়েছে। টেলিফোন না থাকায় আমাদের ব্যক্তিগত মুঠোফোনে সকাল থেকে সারাদিন সাংবাদিকদের এতো ফোন আসে, তাতে আমরা বিরক্ত। টেলিফোন থাকলে আমাদেরও সুবিধা হতো।
তিনি আরও বলেন, ড্রেনের কাজ অনেক দূর এগিয়ে গেছে। টেলিফোনের তার দ্রুত ঠিক করা হবে।
এমজেইউ