মাঠেই পড়েছিল কৃষকের মরদেহ
ঝিনাইদহের শৈলকুপায় হাসান মন্ডল (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়ায় মাঠের মধ্যে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
হাসান মন্ডল শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের সৌকত মন্ডলের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার শেখপাড়া-ত্রিবেণী দুলালপুরে মাঠে মরদেহটি দেখতে পায় কৃষকেরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তিনি সকালে বাড়িতেই ছিলেন বলে জানান পরিবারের লোকেরা।
শৈলকুপা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের পাশ থেকে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গেছে। সন্দেহজনকভাবে আত্মহত্যা করেছে বলে আমরা আলামত উদ্ধার করেছি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানাতে পারব। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল মামুন/আরকে