অ্যাডভোকেট নজির হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু
কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজির হোসেন সরকারের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) রাত আটটার দিকে প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সভার আয়োজন করে কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম।
কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক খ ম আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিপু খন্দকার। পরে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ন ম ওবায়দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান।
আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুড়িগ্রাম শাখার সম্পাদক দুলাল বোস, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তৌফিকুল ইসলাম টুটুল ও মরহুমের ছেলে সহকারী অধ্যাপক সালাউদ্দিন রুবেল, নাতনি রুবাইদা নওরোজ অবন্তী প্রমুখ।
বিজ্ঞাপন
অ্যাডভোকেট নজির হোসেন সরকার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং ২০০৩ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৪ সালের ১০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক খ ম আতাউর রহমান বিপ্লব বলেন, ‘জন্মভূমির উন্নয়নে নজির হোসেন সরকারের অবদান কখনো ভুলতে পারবেন না কুড়িগ্রামবাসী। বিশেষ করে উত্তর ধরলার আমজনতা।’
মো. জুয়েল রানা/এমএসআর