‌‘বন্যায় ভেসে গেছে শীতবস্ত্র, তীব্র শীতে ছেঁড়া কাঁথাই একমাত্র ভরসা’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর কম্বল পেয়েছেন সুনামগঞ্জের শীতার্তরা।

মঙ্গলবার ( ৩ জানুয়ারি) রাত ১০টায় সুনামগঞ্জ শহরতলীর ইকবাল নগর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। গ্রামের হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পাঠানো কম্বল পৌঁছে দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেদী হাসান।

এদিকে ঘরে বসে কম্বল পেয়ে খুশি অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষজন। ইকবাল নগর গ্রামের শাহানা বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে ভালো লাগছে। শীতের কষ্ট অনেকটা কমে যাবে।

বয়োবৃদ্ধ সুন্দর আলী বলেন, গরিব মানুষ আমরা। কম্বলটা পেয়েছি আমাদের জন্য খুব ভালো হয়েছে। আরামে ঘুমাতে পারব।

জহুরা বিবি বলেন, ডিসি সাহেব ঘরে এসে কম্বল দিয়ে গেছেন। এই কম্বলে আমরা ৩-৪ জন একসঙ্গে থাকতে পারব। আমরা অনেক খুশি।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বন্যায় হাওরাঞ্চলের অনেক ক্ষতি হয়েছে। এখন প্রচণ্ড  শীতও পড়েছে। এতে হাওরাঞ্চলের মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট কিছুটা দূর করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কম্বল পাঠানো হয়েছে। আমরা তা বিতরণ করে যাচ্ছি। এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। প্রাপ্তি সাপেক্ষে আরও বিতরণ করা হবে।

উল্লেখ্য, ‘বন্যায় ভেসে গেছে শীতবস্ত্র, তীব্র শীতে ছেঁড়া কাঁথাই একমাত্র ভরসা’ শিরোনামে মঙ্গলবার দুপুরে ঢাকা পোস্টে (৩ জানুয়ারি) সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে রাতেই কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।

সোহানুর রহমান সোহান/এসকেডি