খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ১০ জানুয়ারি। এদিন থেকে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিট কমিটি গঠন করে নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনমুখি একটি রাজনৈতিক দল। বিশ্বের ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অন্যতম। দলটি ৭৩ বছর অতিক্রম করতে চলেছে। বিশ্বের অনেক দল এত বছরে নিঃশেষ হওয়ার ইতিহাসও রয়েছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শিকড় অনেক গভীর বিধায় আজও দুর্দান্ত যৌবন নিয়ে মানুষের সেবা করে আসছে।

তিনি বলেন, তৃণমূলের শক্তিই আওয়ামী লীগের শক্তি। সেই তৃণমূলের সংগঠনকে সুসংগঠিত করতে সকলকে তৎপর হতে হবে। ১০ জানুয়ারি থেকে সকল ওয়ার্ডের সকল ইউনিট কমিটি গঠন করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশ বিরোধী বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে ইউনিট কমিটি গঠনের কোনো বিকল্প নেই। সুতরাং বিএনপির দাঁতভাঙা জবাব দিতে আপনাদের প্রস্তুত হতে হবে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির প্রমুখ।  

মোহাম্মদ মিলন/এসকেডি