খুলনায় শহিদ হাদিস পার্কে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ফানটাস্টিক কেক কার্নিভাল’।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় এ কেক কার্নিভাল শুরু হয়। যা চলবে শনিবার ৭ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত। আকিজ বেকার্স লিমিটেডের কেক ব্র্যান্ড ফানটাস্টিক প্রথমবারের মতো এ ‘ফানটাস্টিক কেক কার্নিভাল’-এর আয়োজন করেছে। এখানে শিশু-কিশোরদের জন্য রয়েছে ফান জোন।

আয়োজিত এ কেক কার্নিভালে শিশু-কিশোরদের মিলন মেলায় পরিণত হতে দেখা গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে এখানে এসে তাদের ঘোরাফেরা, আনন্দসহ ফান জোনে বিনোদন করতে দেখা গেছে। শুধু শিশুরাই নয়, সেখানে তরুণ-তরুণী ও অভিভাবকরাও রয়েছেন। মঞ্চে আয়োজন করা হয়েছে কেক খাওয়ার প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে বিজয়ী একজনকে পুরস্কার দেওয়া হয়েছে।

এ আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দীন বলেন, ঘরের বাইরে, নিরাপদে পরিবারের সাথে বিনোদনমূলক সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য আকিজ বেকার্স-এর জনপ্রিয় কেক ব্র্যান্ড ‘ফানটাস্টিক’-এর প্রচেষ্টার প্রতিফলনই হলো ‘ফানটাস্টিক কেক কার্নিভাল’। সারা দেশব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি যা আপনাদের উপহার দেবে এক্সসাইটিং সব ফান মোমেন্ট। জনপ্রিয় কেক ব্র্যান্ড ‘ফানটাস্টিক’ কনজ্যুমারদের জন্য নিয়মিতভাবে প্রতি বছরই এ ‘ফানটাস্টিক কেক কার্নিভাল’ আয়োজন করবে বলে আশা রাখি।

আকিজ বেকার্স লিঃ-এর চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার বলেন, আমাদের কনজ্যুমারদের ভালো থাকার জন্য প্রয়োজন বিনোদন। তাই তাদের জন্য বিনোদনের আয়োজন করতে দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ‘ফানটাস্টিক’ নিয়ে এসেছে এ ‘ফানটাস্টিক কেক কার্নিভাল’।

মোহাম্মদ মিলন/এফকে