বোনের বিয়ের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের
কক্সবাজারের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভুট্টো (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সদর উপজেলার খরুলিয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
বিজ্ঞাপন
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) তার ছোট বোনের বিয়ে। রামুতে আত্মীয়দের দাওয়াত দিতে বিয়ের কার্ড নিয়ে যাওয়ার পথে কক্সবাজারগামী মিনি ট্রাকের সঙ্গে রামুগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ভুট্টো গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
সাইদুল ফরহাদ/এমজেইউ