নিখোঁজ মো. আসাদুল্লাহ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ছয় মাস পেরিয়ে গেলেও নিখোঁজ মো. আসাদুল্লাহকে (২১) এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজ যুবক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুর গ্রামের মো. লুটুর ছেলে। তিনি গত বছরের ২৭ জুন থেকে নিখোঁজ রয়েছেন। 

এ নিয়ে আসাদুল্লাহর বাবা মো. লুটু আলী একই বছরের ৩০ জুলাই প্রথমে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে কোনো খোঁজ না পেয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে একটি এজাহার জমা দেন। এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এজাহারটি মামলা হিসেবে নথিভূক্ত করেনি পুলিশ। এমনকি ওই যুবককে উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি এমনটাই দাবি করেছে ওই পরিবার।

এজাহারে উল্লেখ করা হয়, ২৭ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে মাসুম নামে স্থানীয় এক যুবক ক্রিকেট খেলার নাম করে আসাদুল্লাহকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। ঘটনাটি স্থানীয় কয়েক ব্যক্তি তার পরিবারকে জানায়। ধারণা করা হচ্ছে, কেউ যোগসাজস করে আসাদুল্লাহকে গুম-খুন বা অসৎ উদ্দেশ্যে আটকিয়ে রেখেছে।

মো. লুটু আলী ঢাকা পোস্টকে বলেন, ছেলে নিখোঁজের পর থানা পুলিশ জিডি নিলেও অপহরণকারীদের শনাক্তের পর এজাহার জমা দেওয়া হয়।  কিন্তু পুলিশ মামলা গ্রহণ করেনি। এমনকি আমার ছেলেকে উদ্ধারে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। অথচ আসামিরা তাদের সামনে দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ছেলেকে উদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি। 

তিনি আরও বলেন, গুণে গুণে ৬ মাস পার হয়ে গেছে। ছেলে কোথায় আছে কেমন আছে, কোনো কিছুই জানি না। পুলিশকে এতো অনুনয়-বিনয় করেও কোনো গুরুত্ব দিচ্ছে না তারা। বরং আসামিদের সঙ্গে পুলিশের সখ্যতা থাকার কারণে তারা মামলা নিচ্ছে না ও কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। পুলিশকে বলেছি, আমার ছেলের কোনো অপরাধ থাকলে যা ইচ্ছে শাস্তি দিন, কিন্তু সে কী অবস্থায় কোথায় আছে একবার দেখতে দেন।

তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান, অপহরণের অভিযোগে থানায় এজাহার নিয়ে আসেনি কেউ। জিডির সূত্র ধরে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

জাহাঙ্গীর আলম/আরকে