জয়পুরহাটের ভাষাসৈনিক ডা. আজিজার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধ্যকজনিত কারণে তিনি মারা গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
 
ভাষাসৈনিক ডা. আজিজার রহমান ১৯২৮ সালে ৪ মার্চ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চম্পক কুমার/এসএম