নারায়ণগঞ্জের বিস্ফোরণে বাবার পর মারা গেল দগ্ধ ছেলেও
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় দেড় বছর বয়সের শিশু মিনহাজ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেল।
শিশু মিনহাজ এ ঘটনায় দগ্ধ হয়ে নিহত মিশালের ছেলে। একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় বৃহস্পতিবার (১১ মার্চ) মাহফুজুল ইসলাম (১১) নামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন মাহফুজুল।
বিজ্ঞাপন
মৃত মাহফুজুলের মা মাহফুজা বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর একটার দিকে তার মৃত্যু হয়েছে। মাহফুজুল আইসিইইতে ভর্তি ছিল।
গত সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনে সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস জমা হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নার্সিং আক্তারের মালিকানাধীন ৬ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মো. মিশাল মারা যান।
বিজ্ঞাপন
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনরা হলেন মিশালের স্ত্রী মিতা ও তার দুই শ্যালক মাহফুজুল ও সজীব।
বাড়িওয়ালার ছোট ভাই কাওছার জানান, চলতি মাসে ষষ্ঠতলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ওঠে পরিবারটি। গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ফ্লাটের বিভিন্ন রুমে জমাট বাঁধে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালায়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে ঘরে আগুন ধরে যায়। এ সময় অন্যান্য রুমেও আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের ছয় সদস্য দগ্ধ হন।
এমএসআর