সৌরভ ছড়াচ্ছে ময়মনসিংহের পুষ্প মেলা
বসন্ত আসেনি এখনো। কিন্তু ফুলের কমতি নেই ময়মনসিংহ নগরের টাউন হল প্রাঙ্গণে। শীতের দেশি-বিদেশি বাহারি ফুলের মেলা বসেছে এখানে। নতুন প্রজন্মকে নানা প্রজাতির ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং নগরবাসীকে ছাদবাগানে উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও পুষ্প মেলার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১৫ দিনব্যাপী এ পুষ্প মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
বিজ্ঞাপন
মেলায় গোলাপ, চন্দ্রমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, জিনিয়া, সূর্যমুখীসহ শতাধিক রকমের দেশি-বিদেশি ফুল গাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করছেন পুষ্পপ্রেমীরা। অনেকেই ব্যস্ত ফুটন্ত ফুলের সঙ্গে ছবি তুলতে। কেউ নিজের মুখটিকে ফুলের সৌন্দর্যে রাঙাতে ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখছেন। কেউ কেউ দরদাম করে হাতে তুলে নিচ্ছেন পছন্দের ফুলের চারা ও বাগান করার উপকরণ। আবার অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এসেছেন নানা জাতের ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে।
বিজ্ঞাপন
দর্শনার্থী সাবিহা তাবাসসুম বলেন, মেলায় এসে অনেক নতুন ফুল দেখতে পেয়েছি। অনেক পরিচিত ফুলও আছে। বাসায় এগুলো থাকলে ভালো লাগবে। বাচ্চারাও ফুল সম্পর্কে খুব কম জানে, এখানে আসলে দেখবে, চিনবে। এখানে অনেক বিদেশি ফুলও রয়েছে।
প্রতিবছর মতো এবারও ভালো বিক্রির আশা নার্সারি মালিকদের। বনরূপা নার্সারির মালিক মো. আবদুর রহিম বলেন, বাছাইকৃত উন্নত মানের গাছ এনে মেলায় বিক্রি করা হয়। এবার নতুন গোলাপ, বাগান বিলাসসহ বিভিন্ন ফুল এসেছে। মানুষের আগ্রহ ভালো থাকায় এবারও বিক্রি ভালো হবে বলে আশা করছি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, নগরীর বাসা-বাড়ির বারান্দা ও ছাদে শখের বাগান গড়ে তোলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেই ধারাবাহিকভাবে এই পুষ্প মেলার আয়োজন করা হচ্ছে। এতে মিলছে ইতিবাচক সাড়া। এখন অনেকেই বাড়ির খালি জায়গায় বা ছাদ বাগানের জন্য চারা সংগ্রহ করছে। যা এলাকাকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং সবুজায়নে সহযোগিতা করছে। আমরা একটি নান্দনিক ও সুন্দর শহর গড়ে তোলার চেষ্টা করছি।
এবার মেলায় মোট স্টল বসেছে ২২টি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।
উবায়দুল হক/আরএআর