দেশকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি দিয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন
পাবনার জমিনে মহানায়িকার জন্মে ভারতীয়রা গর্বিত। এপার বাংলার মেয়ে ওপার বাংলার মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তিনি ছিলেন অনন্য। তার বাড়িটির বর্তমান অবস্থা নিয়ে সবার মতো আমরাও দুঃখিত। বাড়িটি সংস্কার করে পরিসর আরও বাড়িয়ে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখার কাজে আমরা পাশে আছি। পাবনাবাসীর মতো আমরাও চাচ্ছি সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি উন্নয়ন করে স্মৃতি সংগ্রহশালা হোক।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের গোপালপুর হেমসাগর লেনের পৈত্রিকভিটায় আয়োজিত স্মরণসভায় সুচিত্রা সেনের আবক্ষ ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
পরে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ভারতীয় হাইকমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম লাল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। আবৃত্তি শিল্পী আসাদ বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।
শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান বলেন, মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে পাবনায় তেমন লেখালেখি নেই, কাঙ্খিত বই বের হচ্ছে না। সর্বোপরি তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে না। সুচিত্রাকে নতুন প্রজন্মের মাঝে জানাতে তাকে নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।
বিজ্ঞাপন
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিক বলেন, সুচিত্রা সেনের এই বাড়িটি সংগ্রহশালা করার জন্য যে প্রস্তাবনা সেটি আরও অন্যান্য প্রকল্পের সঙ্গে প্যাকেজ হয়ে থমকে আছে। কোনো গতি নেই। সুচিত্রা সেনের বাড়িটি নিয়ে ওই প্যাকেজ থেকে বের করে শুধু একটি প্রকল্পের মাধ্যমে কাজ করলে গতি আসবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা বিজয় ভূষন রায়, পরিষদের সহ-সভাপতি সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কৃষিবিদ জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সম্পাদক দেওয়ান মাজহারুল ইসলাম, নারী নেত্রী পূর্ণিমা ইসলাম, দপ্তর সম্পাদক শিশির ইসলাম প্রমুখ।
রাকিব হাসনাত/এমএএস