একরামুল করিম চৌধুরী

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তাকে হত্যার পরিকল্পনা বিষয়ে তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

এর আগে মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘একরামুল চৌধুরীর বাড়িতে বসে তাকে (আবদুল কাদের মির্জা) হত্যার পরিকল্পনা করা হয়েছে। এ সময় সেখানে একরামের স্ত্রী ও সন্তান ছিলেন।’

শনিবার (১৩ মার্চ) দুপুরে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। এক সপ্তাহ ধরে আমি এলাকায় নেই। “কাদের মির্জাকে হত্যা করার জন্য আমার বাড়িতে যে পরিকল্পনা হয়েছে” বলে তিনি দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।’

তিনি আরও বলেন, ‘এটি তার কল্পনাপ্রসূত বচন। কারণ আমি ব্যবসায়িক কাজে চট্টগ্রামে ব্যস্ত ছিলাম। এরপর অন্য কাজে ঢাকায় অবস্থান করছি। স্ত্রী ও সন্তান আমার সঙ্গে আছেন। তাই কাদের মির্জার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ৭ মার্চের বিভিন্ন অনুষ্ঠান শেষে চট্টগ্রামে চলে যান। সেখান থেকে তিনি ঢাকায় আসেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

হাসিব আল আমিন/এমএসআর