ময়মনসিংহে ৯ ইটভাটাকে ৪৬ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে পরিচালিত নয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলোকে আংশিক গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার জানান, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনভর অভিযানে মুক্তাগাছা উপজেলার মেসার্স যমুনা ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স সোহাগ ব্রিকস, মেসার্স মুরাদ ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, মেসার্স বলাকা ব্রিকস-১ ও ২, মেসার্স মাস্টার ব্রিকস, মেসার্স সততা ব্রিকস এবং মেসার্স শাপলা ব্রিকসকে ৫ লাখ টাকা করে ৪০ লাখ জরিমানা করা হয়।
একই সঙ্গে ইটভাটাগুলোকে এক্সকাভেটর মেশিন দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরএআর