ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেছে ভুক্তভোগী স্থানীয় জনতা

ময়মনসিংহের ভালুকায় সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেছে ভুক্তভোগী স্থানীয় জনতা। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটা থেকে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী ও সিডস্টোর বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। 

এসময় স্থানীয়রা রাস্তায় দাঁড়িয়ে ও শুয়ে হাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট প্রায় দীর্ঘ একযুগ ধরে বেহাল থাকার পরও সংস্কার করছে না এলজিইডি। স্থানীয়রা বারবার সংস্কারের দাবি জানিয়ে এলেও এখনও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সড়কগুলো দ্রুত সংস্কার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, স্থানীয়রা সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ চারলেন অবরোধ করে বিক্ষোভ করেছে। তবে যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় নিয়ে বিকেলে সাড়ে পাঁচটার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

উবায়দুল হক/এমএএস