রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হাই প্রেশার ভালভসম্বলিত সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ ও ২ ইউনিটের টার্বাইন আইল্যান্ডের জন্য ১২টি হাই প্রেশার ভালভসম্বলিত এক সেট সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। শনিবার (১৩ মার্চ) সকালে জেএসসি এইএম টেকনোলজির পেটরোজডস্কম্যাচ শাখা থেকে এসব সরঞ্জাম পাঠানোর খবর রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের (রোসাটম) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্টেইনলেস স্টিলের তৈরি এই ভালভগুলো ক্ষয় প্রতিরোধী এবং ৩০০ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। এই পাইপলাইন ভালভগুলোর মূল কাজ হলো অপারেটিং মিডিয়াম ফ্লো-কে শক্তভাবে বন্ধ করার মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের টার্বাইন প্লান্টের নিষ্কাশন ও তেল সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করা।
বিজ্ঞাপন
বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্মাণে রাশিয়ার সরকারি সংস্থা রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন (রোসাটম) জানায়, গেট ভালভগুলো নিউম্যাটিক, হাইড্রলিক এবং লিক পরীক্ষাসহ সকল ফ্যাক্টরি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। রাশিয়ায় অবস্থানরত রূপপুর প্রকল্পের বাংলাদেশের প্রতিনিধিরা সরঞ্জামগুলোর গ্রহণযোগ্যতা পরিদর্শন করেছেন।
পেটরোজডস্কম্যাচ এই আইটেমগুলো ইন-হাউস ডিজাইন ডকুমেন্টেশনের পরে ক্রমানুসারে তৈরি করছে। রোসাটমের প্রকৌশল বিভাগের পরিকল্পনা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের ২টি ইউনিটে ভিভিইআর ১,২০০ রিয়াক্টর থাকবে।
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/এমএসআর