ফাল্গুনের শেষ বিকেলের ঝড়ে বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব পণ্ড

বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক উৎসবের সব আয়োজন পণ্ড করে দিয়েছে ফাল্গুনের শেষ বিকেলের ঝড়। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় দিরাই উপজেলার উজানধল গ্রামে শাহ আব্দুল করিমের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিকেলের আধা ঘণ্টার ঝড়ে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড হয়ে গেছে। 

ধল মাঠে নির্মিত উৎসবের মঞ্চ ভেঙে গুঁড়িয়ে গেছে। চারদিকের প্যান্ডেল বাতাসে ছিঁড়ে উড়ে গেছে। উৎসবকে কেন্দ্র করে মাঠের চারপাশে মেলার অস্থায়ী দোকানগুলোও ঝড়ে উড়ে গেছে।

জানা যায়, শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোক উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর মেতে ওঠেন এলাকার মানুষ। মেলা দেখতে আর গান শুনতে করিমের জন্মস্থান ধল গ্রামে আসেন দেশের নানা প্রান্তের মানুষ। কিন্তু এবার আধা ঘণ্টার ঝড়ে সব ওলটপালট হয়ে গেছে। প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে।

ঝড়ে অনুষ্ঠানস্থল লন্ডভন্ড

দোকানদার রানা মিয়া বলেন, ‘আমি সিলেটের লালাবাজার থেকে মেলায় এসে চটপটির দোকান দিয়েছি। কিন্তু হঠাৎ ঝড়ে আমার সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। কী করব? বুঝতে পারছি না। লাভের আশায় এসে ক্ষতি হয়ে গেল।’

গণিগঞ্জের সুজন মিয়া জানান, ‘প্রতি বছর আমি আব্দুল করিম লোক উৎসবে এসে বেলুন বিক্রি করি। এবার লোক উৎসবে ৬ হাজার টাকা বেলুন নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য। দোকানের চারদিকে বেলুনগুলো সাজিয়েও রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে আসা ঝড়ো হওয়া আমার ৪ হাজার টাকার বেলুন উড়িয়ে নিয়েছে।’

শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জালাল ঢাকা পোস্টকে বলেন, ‘বিকেলে হঠাৎ করে ঝড়ো হওয়া শুরু হয়। উৎসবের মঞ্চ, প্যান্ডেলের কাপড় ছিঁড়ে উড়ে গেছে। প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে। আগামীকাল (রোববার) উৎসব হবে কি না, তা পরে জানানো হবে।’

সাইদুর রহমান আসাদ/এমএসআর