মেঘনা নদীতে ঝড়ের কবলে মালবাহী ট্রলার ডুবে গেছে

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ৭ লাখ টাকা মালামাল নিয়ে দিনমনি মাঝির একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব বাজার থেকে মালামাল নিয়ে ট্রলারটি মেঘনা নদীর ঘাট থেকে ছেড়ে ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগরের উদ্দ্যেশে যাত্রা করে। এসময় প্রচুর শিলাবৃষ্টি ও ঝড় হচ্ছিল ফলে ট্রলারটি বৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

দিনমনি ট্রলারটির মাঝি জানায়, সপ্তাহের হাটের মালামাল নিয়ে বিকেলে ট্রলারটি ভৈরব নদীর ঘাট ছেড়ে যাওয়ার সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই ঢেউয়ের কবলে ট্রলারটি হঠাৎ কাত হয়ে নদীতে উল্টে যায়। ট্রলারটিতে বিভিন্ন পণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। তিনি আরও জানান, জ্বালানি তেলের ড্রাম ছাড়া সব মাল ডুবে গেছে।

ভৈরব নৌ-পুলিশ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.তরিকুল ইসলাম ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি উদ্ধারের কাজ চলছে।

এসকে রাসেল/এমএএস