বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে  ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগপ্রাপ্তরা দেশের জন্য কাজ করছে। এক কথায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পুলিশ সদস্যরা কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ৪৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের উদ্দেশ্যে অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পুলিশ সদস্যরা বাংলাদেশের মানুষের সেবায় কাজ করবে, যেন মানুষ নিরাপদে ঘুমাতে পারে। আমিও বলছি সেবার ব্রত নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে আপনারা দেশের জন্য কাজ করবেন।

তিনি আরও বলেন, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনায় প্রশিক্ষণপ্রাপ্তরা মাদক নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, মানবাধিকার সুরক্ষায় দেশের জন্য কাজ করবেন। প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

৪৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ৭০২ জন কনস্টেবল অংশগ্রহণ করেন। শেষে মাঠ ও শরীরচর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অজর্নকারীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও বৃক্ষরোপন করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর কমান্ড্যান্ট ডিআইজি এসএম রোকন উদ্দিন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার (সিআইডি) মো. বশির আহমেদ, পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, কমান্ড্যান্ট পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) আনিসুজ্জামান, র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমজেইউ