সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ যুবক আটক
আটক নোমান আহমেদ আবিরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ নোমান আহমেদ আবির (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার (১৩ মার্চ) সকালে বিস্ফোরক আইনে মামলা করে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক নোমান আহমেদ আবির ধামরাই উপজেলার সুতিপাড়ার রৌহা এলাকার অপু আহমেদের ছেলে। তিনি সাভারের বিরুলিয়া রোডের নির্মল মার্কেটের পাশে রওশনারার বাড়িতে ভাড়া থাকতেন।
বিজ্ঞাপন
র্যাব জানায়, সাভার সিটি সেন্টার সংলগ্ন ফুটওভার ব্রিজ এলাকায় এক যুবক বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য নিজ হেফাজতে রেখে গাড়ির জন্য অপেক্ষা করছেন- এমন খবর পেয়ে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৩। সাভার সিটি সেন্টার সংলগ্ন ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে মজিদ সরকারের চায়ের দোকানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে নোমান আহমেদ আবির পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে নানা ধরনের বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৩ এর সিপিসি-৩ ঝিলপাড় ক্যাম্পের ডিএডি সুবেদার মোহাম্মদ শাহাজান সিরাজ বলেন, আটক নোমান আহমেদ আবিরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/আরএআর