ভুয়া র্যাবকে আটক করে পুলিশে দিল জনতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে র্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে জনতা। বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার মান্নুমোড় এলাকার কালিনগরে এ ঘটনা ঘটে। এ সময় একজন আটক হলেও তার সঙ্গে থাকা আরও ২ যুবক পালিয়ে যান।
আটককৃত তরিকুল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের রফিকুলের ছেলে। পালিয়ে যাওয়া দুই যুবক হলেন- শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুর মন্ডলের টোলা গ্রামের আতাউরের ছেলে ইজাজ আলী পিংকু (৩০) ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সিজার আলী সিজু (১৮)।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে এই এলাকার তিনজন যুবক র্যাব পরিচয়ে এসে একজনকে আটক করে ৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়। এছাড়াও বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে তারা র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিল। গতকাল বুধবার (২৫ জানুয়ারি) রাতে কালিনগর এলাকার রফিক নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে র্যাব পরিচয় দেন তিন যুবক। তারা রফিককে আটক করে বাড়ির পেছনে নিয়ে যায় এবং টাকা দাবি করে। এতে তার সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তরিকুলকে আটক করা হয়। অন্যদিকে পালিয়ে যায় ওই দুই যুবক। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম/আরকে