ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় জয়নাল আবেদীন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন পঞ্চগড়ের তেঁতুলিয়ার বোতাগছ গ্রামের মৃত নরুল হকের ছেলে।
বিজ্ঞাপন
রায়ের বিবরণে জানা যায়, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জয়নাল আবেদীনকে বিয়ে করেন রোজিনা বেগম। বিয়ের পর রোজিনা বেগম স্বামীর সঙ্গে ঝিনাইদহের মহেশপুরের স্বরুপপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। এসময় রোজিনার আগের পক্ষের শিশু কন্যা তাদের সঙ্গেই থাকতেন। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন রোজিনা বেগম। পরে বাড়িতে ফিরে দেখেন শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করছেন জয়নাল আবেদীন। এসময় অন্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। ওইদিনই জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওই বছরের ১৬ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আসামিকে এই রায় দেন আদালত। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. বজলুর রশিদ বলেন, আদালত ধর্ষণের দায়ে আসামিকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এই রায়ে বাদী এবং আমরা উভয়ই সন্তুষ্ট।
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল মামুন/এমজেইউ